বিদ্যালয়টি নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী গ্রামে অবস্থিত। বিদ্যলয়টি গ্রামের নাম অনুসারে সেকান্দরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরন করা হয়।
বিদ্যালয়টি ১৯৩৯ সালে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয়। ০১.০৭.১৯৭৩ সালে জাতীয়করন হয়। শিক্ষা কমিটির মূল্যায়ন মতে বিদ্যালয়টি এ গ্রেড ভুক্ত। প্রতি বৎসর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মা সমাবেশের মাধ্যমে পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। জাতীয় দিবস সমূহ যথাযথ মর্যাদায় পালন করা হয়।
১৫.০৩.২০১০ইং তারিখে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয় এবং পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক।
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৮%, সাধারন বৃত্তি ০১ জন।
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১২সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৯%
সুবিধাভোগী পরিবারের সংখ্যা ১৬৬ জন, একক-১৪৩জন এবং একাধিক ২৩।
উপবৃত্তি ৪৫% শতভাগ ভর্তি, শতভাগ পাশের হার ঝরে পড়ার হার হ্রাস।
শতভাগ উপস্থিতি শতভাগ ভর্তি, শতভাগ পাশের হার নিশ্চিত করা।
পলাশ উপজেলা থেকে পারুলিয়া বাজার হতে পূর্ব দিকে সেকান্দরদী গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। রিক্সা, অটো রিক্সা ও সিএনজি যোগ যাতায়াত যোগ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস