Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গজারিয়া ইউনিয়ন পরিষদ এর বার্ষিক ক্রয় পরিকল্পনা।

ইউনিয়ন পরিষদ বিধিমালা ২০১৩ এর বিধি অনযায়ীঃ-


উন্নয়ন পরিকল্পনা (কর্ম পরিকল্পনা) প্রনয়ন ইউনিয়ন কমিটিঃ- ২০২২-২০২৩

ক্রমিক নং নাম বর্তমান পদবী কমিটিতে পদবী
জনাব মোঃ সুলতান উদ্দিন সরকার ইউপি সদস্য সভাপতি
জনাবা মোসাঃ শাহীদা বেগম
ইউপি সদস্য
সদস্য
জনাবা মোসাম্মৎ খাদিজা আক্তার
ইউপি সদস্য
সদস্য
জনাবা রাহেলা বেগম অনু
ইউপ
সদস্য
জনাবআমজাত হোসেন
ইউপি সদস্য
সদস্য
জনাব মোঃ সুরুজ মিয়া
ইউপি সদস্য
সদস্য
জনাব মোঃ ফারুক মিয়া
ইউপি সদস্য
সদস্য
জনাব আরিফ মিয়া
ইউপি সদস্য
সদস্য
জনাব আরিফুল হাসান ইউপি সদস্য
সদস্য
১০  জনাব শেখ রোমান ইউপি সদস্য
সদস্য
১১ জনাব লোকমান হোসেন ইউপি সদস্য
সদস্য
১২ জনাব মোঃ বাবুল মিয়া ইউপি সদস্য সদস্য
১৩ জনাব মোঃ ইকবাল হোসেন সচিব সদস্য সচিব


বার্ষিক উন্নয়ন কর্ম পরিকল্পনা

টি,আর

১। অতিবৃষ্টি জনিত  ও প্রাকৃতিক অন্যান্য দুযোর্গে ক্ষতিগ্রস্থ রাস্তা বা অন্যান্য অবকাঠামো মেরামত  ও সংস্কার।

কাবিখা

২। অতিবৃষ্টি জনিত  ও প্রাকৃতিক অন্যান্য দুযোর্গে ক্ষতিগ্রস্থ রাস্তা বা অন্যান্য অবকাঠামো মেরামত  ও সংস্কার।

কাবিটা

৩। অতিবৃষ্টি জনিত  ও প্রাকৃতিক অন্যান্য দুযোর্গে ক্ষতিগ্রস্থ রাস্তা বা অন্যান্য অবকাঠামো মেরামত  ও সংস্কার।

এডিপি

৪। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরন প্রদান।

৫। দু:স্থ শেলাই প্রশিক্ষিত নারীদের মাঝে শেলাই মেশিন প্রদান। 

৬। দু:স্থ অসহায় পরিবারের নলকূপের গোড়া পাকা করণ। 

উন্নয়ন তহবীল

১। দু:স্থ অসহায় নারীদের বিভিন্ন প্রশিক্ষন প্রদান।

২। জনগুরুত্বপূর্ন রাস্তা পুনঃ নির্মাণ। 

৩। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপকরন প্রদান। 

৪। শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র প্রদান। 

৫। খেলাধুলা  ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা। 

৬। সেচ ও পানি সরবরাহ কাজ করা। 

৭। পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা করা। 

১% (ভূমি হস্তান্তর কর)

১। দু:স্থ অসহায় নারীদের বিভিন্ন প্রশিক্ষন প্রদান।

২। জনগুরুত্বপূর্ন রাস্তা পুনঃ নির্মাণ। 

৩। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপকরন প্রদান। 

৪। শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র প্রদান। 

৫। খেলাধুলা  ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা। 

৬। সেচ ও পানি সরবরাহ কাজ করা। 

৭। পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা করা।

৮। ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান উন্নয়ন। 

৯। বিবিধ উন্নয়ন কাজ। 

ক্রমিক নং প্রকল্প এর আওতায় স্বীকৃত ক্রয়ের ধরণ ক্রয়ের আওতায় বিবেচ্য বিষয়সমূহ প্রাক্কলিত মূল্যসীমা 
সরাসরি ক্রয় পদ্ধতি মালামাল/পূর্তকাজ সংগ্রহ অনুমোদিত প্রাক্কলিত ব্যয়
২৫,০০০/- টাকা পর্যন্ত
কমিউনিনিট ক্রয় পদ্ধতি  স্থানীয় শ্রমঘন কাজ(মাটির কাজ বা মেরামতের কাজ ইত্যাদি অনুমোদিত প্রাক্কলিত ব্যয়
৫,০০,০০০/- (পাচঁ লক্ষ) টাকা পর্যন্ত
আরএফকিউ পদ্ধতি মালামাল অনুমোদিত প্রাক্কলিত ব্যয়
৫,০০,০০০/- (পাচঁ লক্ষ) টাকা পর্যন্ত


পূর্ত কাজ
১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা পর্যন্ত
উন্মুক্ত ক্রয় পদ্ধতি মালামাল ইত্যাদি ক্রয় বা সংগ্রহের ক্ষেত্রে অনুমোদিত প্রাক্কলিত ব্যয়
১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা পর্যন্ত


পূর্ত কাজ বাস্তবায়নের ক্ষেত্রে


ওয়ার্ড কমিটি (ডব্লিউসি)

# ওয়ার্ড পর্যায়ের প্রকাশ্য সভা অনুষ্ঠান করে  ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। 

# সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রকাশ্য সভায় নির্বাচিত ৯ জন সদস্য নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হবে। 

 তবে শর্ত থাকে যে কমিটি সদস্যদের মধ্যে এক-তৃতীয়াংশ সদস্য (ন্যূনপক্ষে ২ জন) মহিলা থাকবেন। 

 # সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য বা সংরক্ষিত আসনের মহিলা সদস্য হবেন কমিটির আহ্বায়ক। 

# ইউপি সদস্য দুই জন। 

# স্কুল শিক্ষক এক জন। 

# স্থানীয় সমাজসেবক দুই জন (১ জন নারী ও ১ জন পুরুষ)।

# স্থানীয় সমাজসেবক হিসেবে জেলা প্রশাসক মনোনীত ২ জন (১ জন যুবক ও ১ জন যব মহিলা)। 

# এনজিও/সুশীল সমাজের প্রতিনিধি এক জন। 

# মুক্তিযুদ্ধা/মুক্তিযোদ্ধার সন্তান এক জন (পাওয়া না গেলে এক জন সাধারণ নাগরিক)। 

# ওয়ার্ড কমিটির কমপক্ষে ২ জন মহিলা সদস্য হবেন। 

# কোনো ওয়ার্ড কমিটির সদস্য স্কিম তত্ত্বাবধান কমিটির সদস্য হতে পারবেন না।