অত্র বিদ্যালয়টি ১৯৪৩ খ্রি: মরহুম সামির উদ্দিন ১১ শতাংশ ও মরহুম হাজী আজহার আলীর ৫ শতাংশ দানকৃত ১৬ শতাংশ জমিতে এলাকার সর্বস্তরের জনগনের সহায়তায় জন্মলাভ করে। পরবর্তীতে ১৯৭৩ খ্রি: অত্র প্রতিষ্ঠানটি জাতীয়করন করা হয়।
বিদ্যালয়টি ০১/০৭/১৯৭৩ সালে জাতীয়করন করা হয়। বর্তমানে অত্র বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৫৫ জন। শিক্ষক সংখ্যা ৬ জন। প্রতি বৎসর সমাপনী ফলাফল, মেধা বৃত্তি ও পাশের হার সন্তোষজনক। অত্র বিদ্যালয় হতে পাশকৃত অনেক শিক্ষার্থী দেশে-বিদেশের অনেক নামী-দামী প্রতিষ্ঠানে কর্মরত ও অধ্যয়নরত। উপজেলা থেকে ১০ কি: মি: পূর্ব দিকে হাড়িধোয়া নদীর তীরে অবস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষার গুনগতমান দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়াও খেলাধুলা, গান বাজনা, চিত্রাংকন বিভিন্ন প্রতিযোগীতায় উপজেলা জেলা অংশগ্রহন করে দক্ষতারর স্বাক্ষর রেখে চলেছে।
৩১.০৩.২০১০ইং তারিখে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠিত হয়। সভাপতিসহ মোট সদস্য সংখ্যা ১২ জন। প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব।
২০১০ সাল ১০০%
২০১১ সাল ১০০%
২০১২ সাল ৯৮%
২০১৩ সাল ১০০%
২০১৪ সাল ১০০%
৪৫% হারে ১ম -৫ম শ্রেণীর সুবিধাভোগীর সংখ্যা মোট ১০৩জন।
ভর্তি, সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ, ঝরে পড়ার হার পূর্বের তুলনায় কমেছে।।
ঝড়ে পড়া রোধ , ১০০% পাশের হার নিশ্চিত করা, শতভাগ এ+ নিশ্চিত করা।
যোগাযোগ সর্বদিক থেকে জেলা উপজেলায় হতে বিদ্যালয়টির যোগযোগ ব্যবস্থা অত্যন্ত ভাল। পলাশ উপজেলা হতে সিএনজি অটোরিক্সা বা রিক্সা যোগে বিদ্যালয়ে যোগাযোগের ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস