বিদ্যালয়টি নরসিংদী জেলায় পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে পিতাম্বরদী গ্রামে অবস্থিত।
ঐতিয্যবাহী বিদ্যালয়টি ১৯৩৯ সালে তৎকালীন জ্ঞানী গুনি ব্যক্তিদের আপ্রাণ প্রচেষ্টায় পিতাম্বরদী গ্রামের মাটিতে জন্ম লাভ করে। বর্তমানে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যমত্ম চালু আছে বরাবরই বিদ্যালয়ের ফলাফল ভাল। ০১.০৭.১৯৭৩খ্রি: বিদ্যালয়টি জাতীয়করন করা হয়।
১১ সদস্য নিয়ে কমিটি গঠিত। এর মধ্যে পাঁচ জন পুরুষ এবং ছয় জন মহিলা।
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১২ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৭%
২০১৩ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৬%
২০১৪ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৭%
সুবিধাভোগীর সংখ্যা মোট ৯৮জন একক- ৯৮ জন।
অবকাঠামোসহ বিভিন্ন বছরে শতভাগ ভর্তি ও ফলাফলের ভিত্তিতে পলাশ উপজেলাধীন গজারিয়া ইউনিয়নে অবস্থিত পিতাম্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়েছে।
২০১০ শিক্ষানীতির আলোকে ডিজিটাল দক্ষ মানব সম্পদ গড়তে বিদ্যালয়টিতে ফলপ্রশূভাবে পাঠদানের ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঝরে পড়া হ্রাস।
সর্বদিকে থেকে জেলা ও উপজেলা হতে বিদ্যলয়টিতে পাকা রাস্তার যোগাযোগ অত্যন্ত ভাল। রিক্সা, অটো রিক্সা ও সিএনজি যোগ যাতায়াত যোগ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস