Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশের দ্বায়িত্ব

গ্রাম- পুলিশের দ্বায়িত্ব

 

১।গ্রাম পুলিশ ইউনিয়নের প্রহরায় রত থাকিবেন।

 

২। তিনি সাধ্যনুযায়ী অপরাধ নিরোধ ও উদঘাটন এবং অপরাধীকে ধৃত করার ব্যাপারে পুলিশকে সহায়তা করিবেন।

 

৩।তিনি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষকে অফিসিয়াল কার্যাদি সম্পাদনে সহায়তা করিবেন।

 

৪। অন্যরুপ বিধান না থাকার ক্ষেত্রে তিনি প্রতি পনের দিন অন্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজিরা প্রদান করিবেন।

 

৫।তিনি ইউনিয়নের সকল খারাপ চরিত্রের লোকেদের গতিবিধির উপর লক্ষ রাখিবেন এবং সময়ে সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এই সম্পর্কে রিপোর্ট প্রদান করিতে হইবে।

 

৬।তিনি জন্ম-মৃত্যু রেজিষ্টার সংরক্ষন করিবেন এবং সকল জন্ম-মৃত্যু সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করবেন।

 

৭। তিনি গ্রামে কর্মরত রাজস্ব কর্মচারীদের খাজনা আদায় বা ভূমি উন্নয়ন কর,রেট,ফিস এবং অন্যান্য পাওনা আদায় সহায়তা করিবেন।

 

৮। তিনি ইউনিয়নের বাসিন্দারে মধ্যে সমন জারী করিবেন।

 

৯। তিনি বেসরকারী ব্যাক্তি কতৃর্ক আইন সংগত গ্রেফতারে সহয়তা করিবেন এবং উক্ত গ্রেফতারের সংবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাইবেন।

 

১০। ইহা ছাড়া বিধি অনুসারে তাহাকে সময়ে সময়ে অন্য যে সমস্ত দায়িত্ব প্রদান করা হইবে, তিনি তাহা পালন করিবেন।